চুয়াডাঙ্গায় আমবাগানে 'চরমপন্থির’ গুলিবিদ্ধ লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে চরমপন্থি দলের এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 09:42 AM
Updated : 22 Oct 2014, 09:42 AM
পুলিশ বলছে, নিহত সাইফুল ইসলাম (৩৫) চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, বুধবার সকালে উপজেলার চারুলিয়া এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ওই আমবাগানের মধ্যে সাইফুলের গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সাইফুলকে অন্য কোনো স্থান থেকে ধরে ওই আমবাগানে নিয়ে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, "সাইফুল চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলাসহ দামুড়হুদা ও মেহেরপুরের মুজিবনগর থানার একাধিক মামলা রয়েছে।"

এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।