পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান ইশতিয়াক

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদকে পেট্রোবাংলা’র চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 08:32 AM
Updated : 22 Oct 2014, 09:18 AM
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ৮৪ ব্যাচের কর্মকর্তা ইশতিয়াককে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

ইশতিয়াক গত ১১ বছর ধরে মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করছেন। তিনি অধ্যাপক হোসেন মনসুরের স্থলাভিষিক্ত হবেন।

২০১০ সালের অগাস্টে হোসেন মনসুরকে চুক্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়।

তার মেয়াদ শেষ হওয়ার পর গত রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

আলাদা আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. ইমরানকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।