ঢাবির ছাত্র রাবিতে ধরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, যাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 08:00 AM
Updated : 22 Oct 2014, 09:00 AM

বুধবার ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবন থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আকতারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অরিন্দ কুমার বর্ধন নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে আকতারুল পরীক্ষায় অংশগ্রহণ করে। দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মুহিত পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০-এর ৩ ধারা অনুযায়ী আকতারুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।