চট্টগ্রামে তালিকাভুক্ত মাদক বিক্রেতা আটক

চট্টগ্রামে গাঁজা ও বিদেশি সিগারেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 07:45 AM
Updated : 22 Oct 2014, 07:45 AM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ আব্দুর রউফ জানান, মঙ্গলবার রাতে নগরীর বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন জামতলা বস্তি এবং রেয়াজউদ্দিন বাজার থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে রহিমা বেগম (৪৭) নামে নগর পুলিশের তালিকাভুক্ত এক মাদক বিক্রেতাকে ছয় কেজি গাঁজাসহ জামতলা বস্তি এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া মো. বেলাল, জয়নাল আবেদীন ও খায়রুল আমীন নামে তিনজনকে ১৬০ কার্টন বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেটসহ রেয়াজউদ্দিন বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির সহকারী কমিশনার রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালিকাভুক্ত মাদক বিক্রেতা রহিমা অনেক ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে গাঁজা বিক্রির সময় ছয় কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

"রহিমার বিরুদ্ধে আগেও বিভিন্ন মামলা ছিল। গাঁজা উদ্ধারের এ ঘটনায় তার বিরুদ্ধে রাতেই কোতোয়ালি থানায় আরও একটি মামলা হয়েছে।"

কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান জানান, রেয়াজউদ্দিন বাজার এলাকার পান বাজারে অভিযান চালিয়ে বেনসন, ডানহিল, মালবোরোসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৬০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, "উদ্ধার সিগারেটের আনুমানিক বাজার মূল্য তিন লাখ ২০ হাজার টাকা। সিগারেটগুলো কর ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল।"