গাজীপুরে ভাতিজাদের লাঠিতে চাচা নিহত

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাতিজার হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 05:39 AM
Updated : 22 Oct 2014, 09:00 AM

শ্রীপুর থানার এসআই জিয়াউল হক জানান, হামলার শিকার ইমরান হোসেন (৪০) বুধবার ভোর ৩টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইমরান স্থানীয় ইসরাত স্পিনিং মিলে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গুরুতর আহত ইমরানকে গাজীপুর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়, পরে তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্বজনরা।  

মঙ্গলবার বিকেলের দিকে মাধখোলা এলাকায় ইমরানের জমিতে তার বড় ভাই সুলতান উদ্দিন রাস্তা বানাতে গেলে তাতে বাধা দেন ইমরান। দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সুলতানের দুই ছেলে ইমন ও রিপন লাঠি দিয়ে ইমরানকে বেদম পেটায়।

নিহতের জামাতা জোবায়ের হোসেন জানান, দুই ভাইয়ের হামলায় তার শ্বশুর গুরুতর আহত হন। তার মাথা ফেটে গিয়েছিল। পরে দ্রুত তাকে শ্রীপুরে আলহেরা হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।

লাঠির আঘাতে ইমরানের স্ত্রী শিল্পী আক্তার (৩৫), মেয়ে সাথী আক্তার (২১) ও তার স্বামী জোবায়ের (২৪) এবং শিল্পীর বড় বোন শিরিনা আক্তার আহত হন। তারা আল-হেরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।