ভারতীয় নাগরিকসহ ৩ চোরাকারবারি আটক

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে কয়লা আনার সময় ভারতীয় এক নাগরিকসহ তিন চোরাকারবারিকে সুনামগঞ্জের তাহিরপুর থেকে আটক করেছে বিজিবি।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 05:33 AM
Updated : 22 Oct 2014, 05:33 AM
সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, বুধবার ভোররাতে উপজেলার বড়ছড়া শুল্কবন্দর সংলগ্ন বুরঙ্গাছড়া এলাকায় অভিযান চালিযে তাদের আটক করে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের একটি দল।

আটকরা হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরঙ্গাছড়া গ্রামের মহিবুর রহমান (২৮),কাউসার আহমদ (২৯) এবং ভারতের শিলং জেলার গোমাঘাট থানার বড়ছড়া বস্তির বাসিন্দা জন মারাক (৩০)।

বিজিবি কর্মকর্তা জানান, এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এক মেট্রিকটন কয়লা জব্দ করা হয়েছে।

তাদের সঙ্গে রফিকুল ইসলাম নামে আরেক চোরাচালানি থাকলেও তিনি পালিয়ে গেছেন বলে আটকরা জানিয়েছেন।

এ ঘটনায় আটক তিনজন ও পালিয়ে যাওয়া রফিকুলসহ মোট চারজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন।