ছিনতাই: গাজীপুরে দুইজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পথচারীদের ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 04:36 AM
Updated : 22 Oct 2014, 04:36 AM

এরা হলেন- উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের জাফর মিয়ার ছেলে মাসুম মিয়া (২০) এবং রফিকুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২২)।  পুলিশ তাদের মোটরসাইকেলও জব্দ করেছে।

শ্রীপুর মডেল থানার এসআই সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে পাশে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

পৌর এলাকার দারগারচালা গ্রামের ইসমাইল হোসেন জানান, রাতে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই ছিনতাইকারী তার পথ আটকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

“মোবাইল ফোন ফেরত দেওয়ার অনুরোধ করলে তারা আমাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে।”

এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে পিটুনি দিয়ে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

স্থানীয়া এগিয়ে আসার সময় সুজন মিয়া (২৫) নামে আরেক ‘ছিনতাইকারী’ পালিয়ে যায় বলে এস আই সফিকুল জানান।