অর্থ আত্মসাত মামলায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় ফেনীর একটি বেসরকারি হাসপাতালের এক পরিচালককে পুলিশ গ্রেপ্তার করেছে।

ফেনী প্রতিনিধি বিডিনিউজ  েটায়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 04:09 PM
Updated : 21 Oct 2014, 04:09 PM

মঙ্গলবার রাতে ফেনী শহরের ‘মায়া ক্লিনিক’ থেকে এর পরিচালক বিলাস চন্দ্র দাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়। বিলাস ফেনী শহরের সহদেবপুর এলাকার জান্টু লাল দাসের ছেলে।

চট্টগ্রামের আদালতে জনি কুমারের দায়ের করা ৪০ লাখ টাকার আত্মসাতের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ফেনী মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মাঈনুদ্দিন ভূইয়া জানান, বিলাস চন্দ্র দাসের বিরুদ্ধে জনি কুমার নামের এক ব্যক্তি চট্টগ্রাম জজ আদালতে সম্প্রতি ৪০ লাখ টাকার আত্মসাতের একটি মামলা (মামলা নং-সিআর-৮৯/২০১৪) দায়ের করেন।

ওই মামলায় আদালত গত ২৮ অগাস্ট বিলাস চন্দ্র দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি করে।

পরোয়ানা ফেনী মডেল থানায় পৌঁছলে তাকে তার ব্যবসা প্রতিষ্ঠন মায়া ক্লিনিক থেকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।