নওগাঁয় হিন্দু পরিবারে হামলার ঘটনায় মামলা

নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর গ্রামে সোমবার হিন্দু পরিবারের সদস্যদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।  

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 03:48 PM
Updated : 21 Oct 2014, 03:48 PM

সন্ত্রাসীদের হামলায় আহত রূপচাঁদ প্রামানিক মঙ্গলবার ৫৮ জনকে আসামি করে এ মামলা করেন।

হামলার ঘটনায় পুলিশ সোমবার গভীর রাতে জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে রানীনগর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা সুমন কুমার জানান, হরিপুর গ্রামের মৃত পুলিন চন্দ্রের ছেলে গোপাল চন্দ্রের পরিবার প্রায় ৫০ বছর ধরে তাদের মালোবাড়ি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। কিছুদিন আগে  উপজেলার আমগ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল খালেক পুকুরের মালিকানা দাবি করেন।

এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় আগামী শুক্রবার আবারো শালিস বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়।

“এ অবস্থায় সোমবার বেলা ১২টার দিকে আব্দুল খালেক লোকজন নিয়ে পুকুর পাড়ের একটি ঘরের কয়েকটি খুঁটি খুলে ফেলে এবং মাছ চাষে ব্যবহৃত জিনিসপত্র ভাংচুর করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে খালেকের লোকজন হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।”

এ সময় সংঘর্ষ হলে দুই পক্ষের ১১ জন আহত হয়।  আহতদের রাণীনগর ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপাল চন্দ্রের ছেলে গোপিনাথ চন্দ্র অভিযোগ করেন, আব্দুল খালেক ও তার লোকজন তাদের আসবাবপত্র ভাঙ্গচুর, নগদ ৭০ হাজার টাকা, স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে।

হামলাকারীরা হিন্দু পরিবারের নারীদের মারধর ও শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন তিনি।

তবে মামলার অন্যতম আসামি আব্দুল খালেক দাবি করেছেন বিরোধপূর্ণ পুকুরে তারা ২৫ বছর ধরে মাছ চাষ করছেন।

তিনি বলেন, “হঠাৎ করেই গোপিনাথরা পুকুরের মালিকানা দাবি করে পুকুর পাড়ে নির্মিত টিনের ঘরের বারান্দা ও মাছ চাষে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে।”

তদন্ত কর্মকর্তা সুমন কুমার জানান, মামলার আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।