ইউনুস আকন্দকে আদালতে তলব

সাংবাদিকদের ‍ভুল তথ্য দেওয়ার জন্য ইউনুস আলী আকন্দকে তলব করেছে হাই কোর্ট, যিনি বিভিন্ন বিষয়ে রিট মামলা করার জন্য আলোচিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 02:01 PM
Updated : 21 Oct 2014, 02:01 PM

ইবোলা সনাক্তকরণে সরকারি পদক্ষেপ চেয়ে একটি রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। সোমবার সে বিষয়ে বিচারপতি নাইমা হায়দার ও মো. জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ একটি আদেশও দেয়।

ওই আদেশের বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য দেওয়ায় ইউনুস আলী আকন্দকে মঙ্গলবার তলবের আদেশ দিয়েছে হাই কোর্টের এই বেঞ্চ।

বুধবার সকালে তাকে ওই আদালতে হাজির হয়ে ‘গণমাধ্যমে কী তথ্য দিয়েছেন’, তা ব্যাখ্যা করতে হবে।

সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, “হাই কোর্ট শুধু ইবোলা আক্রান্ত দেশ থেকে আশা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। গনমাধ্যমে ইউনুসকে উদ্ধৃত করে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।”

বিষয়টি নজরে এলে আদালত স্বতপ্রণোদিত হয়ে ইউনুস আকন্দকে তলবের আদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সরানোর ক্ষমতা সংসদে নিতে সংবিধান সংশোধনের উদ্যোগ ঠেকাতেও একটি রিট আবেদন করেছিলেন ইউনুস আকন্দ।

তখন আদালত তাকে সংবিধান পড়ে আসার পরামর্শ দিয়ে তার ওই আবেদন খারিজ করে দিয়েছিল।