জেএমবি সদস্যের ১০ বছরের জেল

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 11:11 AM
Updated : 21 Oct 2014, 11:11 AM
মঙ্গলবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আশিকুর খবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আশিকুল ইসলাম ওরফে সাজ্জাদের (২৬) বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়ায়।

আদালতের এপিপি চাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১ সালের ৯ মার্চ র‌্যাবের অভিযানে জেএমবির সক্রিয় সদস্য সাজ্জাদকে কুষ্টিয়া থেকে আটক করা হয়।

এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে ১০ মার্চ ভোরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের চরবুরংগী কাশবন থেকে একটি বন্দুকসহ কয়েকটি গুলি, হাতবোমা, রাবার বুলেট ও জেহাদী বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি মফিজুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় মামলা করেন।

আটকের পর থেকেই আসামি সাজ্জাদকে সিরাজগঞ্জ কারাগারে রাখা হয়।