সিলেটে ছাত্র-শ্রমিক সংঘর্ষ, আটক ১৫

সিলেট উপশহরের মেন্দিবাগে শাহজালাল সিটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 11:07 AM
Updated : 21 Oct 2014, 11:07 AM

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, মঙ্গলবার দুপুরের এ ঘটনায় শ্রমিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এসময় তারা মাইক্রোবাস স্ট্যান্ডে থাকা কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়।

এতে বিক্ষুব্ধ শ্রমিকরা লাটিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিবহন শ্রমিকরা এক হয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে কলেজে ঢুকিয়ে দেয় এবং মেন্দিবাগ পয়েন্টে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।  এসময় তারা সিটি কলেজের সাইনবোর্ডও ভাংচুর করে।

প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বেলা ১টার দিকে পুলিশ টিয়ার সেল ও শটগানের গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ১৫ জনকে আটকও করে পুলিশ।

সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন, যারা পরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান রহমত উল্লাহ।