মাদ্রাসাছাত্র খুন: বাবুর্চি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসার হোস্টেলের রান্নাঘর থেকে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 10:15 AM
Updated : 21 Oct 2014, 10:15 AM

তার নাম মো. শাহ আলম (৩৫)।

সোমবার সকালের দিকে পূর্ব আগানগর এলাকার তাহফিজুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসায় আবু রায়হান নামের এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের গণমাধ্যম শাখায় মঙ্গলবার এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “বিকৃত যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে না পেরে রায়হানকে গলাকেটে হত্যা করেছে মাদ্রাসার বাবুর্চি শাহ আলম।”

“এরআগেও সে রায়হানের সঙ্গে ‘বিকৃত যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চেয়েছিল। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জ।”

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে আবু রায়হান টয়লেটে গেলে সেখানে শাহ আলম তার উপর হামলা চালায়। এরপর রায়হানকে কুপিয়ে গলাকেটে হত্যা করে।
পরে এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক, নিরাপত্তাকর্মী ও বাবুর্চিসহ নয়জনকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, নিহত আবু রায়হান (১৪) কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।