ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 08:41 AM
Updated : 21 Oct 2014, 08:41 AM

মঙ্গলবার সকালে উপজেলার কাতলাগাড়ি বাজারে এ সংঘর্ষের খবর পেয়ে শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহতদের মধ্যে দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানা ওসি ছগির মিঞা জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মামুনের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার আলি টিপুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি টিপুর দলের একজন দল ত্যাগ করে মামুনের দলে যোগ দেয়। এ নিয়ে সোমবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়।

তিনি বলেন, “এ ঘটনার জেরে সকালে কাতলাগাড়ি বাজারে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১০ জন আহত হয়।

এ সংঘর্ষের পর গোয়ালবাড়ে ও বনগ্রামে গ্রামে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এলাকা পুলিশ মোতায়েন করা হয়েছে।”

</div>  </p>