সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে বাড়িতে হামলা

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে এক পরিবারের তিনজনকে আহত করেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 08:40 AM
Updated : 21 Oct 2014, 08:40 AM
মঙ্গলবার ভোররাতে উপজেলার চরগ্রামের মতিয়ার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মতিয়ার শেখ, তার স্ত্রী লতিফা বেগম ও তাদের মেয়ে রুমিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মতিয়ার শেখ বলেন, ভোররাতে ১০/১২ জন লোক বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে তারা পুলিশ পরিচয় দিয়ে বলে, বাড়িতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতারা অবস্থান করছে বলে তারা জেনেছে। এ কারণে তল্লাশি করা হবে।

“বাড়িতে এ ধরনের কেউ নেই বলার পর তারা ঘরের দরজা ভেঙে ঢুকে আমাদের মারধর করে জখম করে। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পরে স্থানীয়রা ধাওয়া করলে একটি বন্দুক ও ১৭ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়।”

তালা থানার ওসি রেজাউল করিম বলেন, “সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে জানান তিনি।