চট্টগ্রাম নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম নার্সিং কলেজে ‘ফল বিপর্যয়ের’ পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 02:46 PM
Updated : 20 Oct 2014, 02:46 PM

সোমবার বিকালে এ ঘটনার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ‍হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি গিয়ে কলেজ অধ্যক্ষ হোসনে আরা বেগমকে মুক্ত করেন।

‍হাসপাতাল পরিচালকের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফিরে যায়। এ নিয়ে বুধবার সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার কলেজের চার বর্ষের ফল প্রকাশ করা হয়। প্রতিবারের মতো এবারও ফল ভয়াবহ খারাপ হয়েছে।

পরীক্ষায় প্রথম বর্ষের ৮৩ জনের মধ্যে ৩০ জন, দ্বিতীয় বর্ষের ৪৩ জনের মধ্যে ৩২ জন, তৃতীয় বর্ষের ৭৯ জনের মধ্যে ৩৬ জন এবং চতুর্থ বর্ষের ৫২ জনের মধ্যে ১৯ জন পাস করেছে।

তানসির বলেন, “এ ধরনের ফলাফলের পর শিক্ষার্থীদের অনেকেই ভেঙে পড়ে, তাই বিক্ষোভ করে। অধ্যক্ষের নিরাপত্তার কথা ভেবেই তার কক্ষে তালা দেয়া হয়েছিল।”

বিকাল ৩টার দিকে এ ঘটনার পর বিকাল ৪টায় (চমেক) ‍হাসপাতালের পরিচালক শহীদুল গণি ঘটনাস্থলে যান।

চট্টগ্রাম নার্সিং কলেজটি চমেক ক্যাম্পাসেই অবস্থিত।

পাঁচলাইশ থানার এসআই গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের পরিচালক যাওয়ার পর শিক্ষার্থীরাই তালা খুলে দেয়। পরিচালক আশ্বস্ত করার পর তারা ফিরে যায়।