আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ আটক ভারতীয় ১৪ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 02:45 PM
Updated : 20 Oct 2014, 02:45 PM
সোমবার বাগেরহাট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান এ আদেশ দেন।

এই নিয়ে একই অভিযোগে ২৮ ভারতীয় জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হলো।

শনিবার সকাল ১০টার দিকে মংলা বন্দর থেকে প্রায় ৮৯ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস পদ্মা ওই জেলেদের আটক করে।

তাদের বিরুদ্ধে মংলা থানায় একটি মামলা করেছে নৌবাহিনী।

আটকরা হলেন, ভারতের হুগলি জেলার বিষপাড়া গ্রামের গণেশ দাসের ছেলে মিন্টু দাস (২৬), জলধর দাসের ছেলে কালাচাঁদ দাস (৫৪), অনন্ত দাসের ছেলে নিমাই দাস (৪২), গোল চন্দ্র দাসের ছেলে মনোরঞ্জন দাস (৬০), সুরেন দাসের ছেলে মনোরঞ্জন দাস (৫০), বিজয় দাসের ছেলে নারায়ণ দাস (৩৪) হুগলি জেলার রঘুনাথপুর গ্রামের নারায়ণ দাসের ছেলে পানু দাস (৫০)।

একই জেলার শেরপুর গ্রামের নিমাই দাসের ছেলে প্রশান্ত দাস (২৮), একই গ্রামের ননী দাসের ছেলে সুমন দাস (২৫), মনোহর বাড়ৈ এর ছেলে রুপচাঁদ বাড়ৈ (৩৫)।

ক্ষত্রিয়নগর গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে একান্ত বিশ্বাস (৪২), নিত্যানন্দপুর গ্রামের গৌরঙ্গ দাসের ছেলে শেখর দাস (৩৫), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুমারপাড়া গ্রামের সিপদ নাইয়ার ছেলে হারুণ নাইয়া (৩২) এবং একই গ্রামের রাখাল দাসের ছেলে কানাই দাস (৬০)। 

মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি এই জানান, বিকালে ভারতীয় ১৪ জেলেকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো আদেশ দেন।

পরে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার একই এলাকা থেকে নৌবাহিনী ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে, যাদেরও ওই কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।