বসন্তপুর ঋষি পল্লিতে যশোর জেলা প্রশাসক

শার্শা উপজেলার বসন্তপুর ঋষি পল্লিতে হামলা ও ভাংচুরের তিন দিন পর সোমবার ঘটনাস্থল দেখতে গেছেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 01:35 PM
Updated : 20 Oct 2014, 01:35 PM

গত শুক্রবার নিজামপুর ইউনিয়নের বসন্তপুরের এ ঋষি পল্লিতে হামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, যারা ওই দিনের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, শুক্রবার রাতে শার্শার বসন্তপুর বাজারে মুদি দোকানি সোহরাব হোসেনের সঙ্গে স্থানীয় নরেন মন্ডলের টাকা লেনদেন নিয়ে কথাকাটি হয়।

এ ঘটনার জেরে সোহরাব হোসেন সদলবলে বসন্তপুর ঋষি পল্লির নন্দন, নরেন ও শিবেনের বসতঘরে ভাংচুর ও লুটপাট চালায়।

শনিবার থেকে ওখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

এছাড়া শার্শা থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদিন বাদী হয়ে শনিবার ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন বলে জানান পরিদর্শক রহিম।

তিনি বলেন, ওইদিনই ঘটনার সঙ্গে জড়িত ৬ ব্যক্তিকে আটক করা হয়, বাকিদের আটকের চেষ্টা চলছে।

এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ,উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, বাংলাদেশ দলিত পরিষদের সম্পাদক অশোক দাস প্রমুখ।