চট্টগ্রামে দুর্ঘটনায় বাবার মৃত্যু, মেয়ে আইসিইউতে

চট্টগ্রাম শহরে মেয়েকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাসায় ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 01:24 PM
Updated : 20 Oct 2014, 01:24 PM

নিহত মো. আজগর আলী টিটু (৪৫) নগরীর ডবলমুরিং থানার সুপাড়িপাড়ার বাসিন্দা।

কোতোয়ালি থানার এসআই ইমাম হোসেন জানান, সোমবার দুপুর আড়াইটায় নগরীর বাটালি হিলসংলগ্ন সড়কের এ ঘটনায় তার মেয়ে মোছাম্মৎ আন্নী (১৭) গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা আন্নীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চাচাত ভাই ইকবাল হোসেন।

এসআই ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজগর মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে টাইগার পাস মোড় থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন।

“বাটালি হিলসংলগ্ন অংশে সড়ক বিভাজকের ফাঁকা জায়গা দিয়ে মোটরসাইকেল ঘোরানোর সময় পেছন থেকে একটি হিউম্যান হলার ধাক্কা দিলে দুজনেই ছিটকে বিভাজকের বিপরীত পাশের সড়কে গিয়ে পড়েন।

“এসময় টাইগারপাসমুখী ওয়াসার পানিবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে আজগর মারা যান।”

এ ঘটনায় ওয়াসার ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।