চট্টগ্রামে শিশু ধর্ষকের যাবজ্জীবন

চট্টগ্রামের পাঁচলাইশে শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 01:02 PM
Updated : 20 Oct 2014, 01:02 PM
সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. তারেক আজিজ (২৭) পলাতক রয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর ‍থানার রাখালিয়ার কালাকোপা গ্রামের মো. ইউসুফের ছেলে তারেক থাকতেন হামজারবাগ এলাকার মোহাম্মদ আলীর কলোনিতে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিনা আক্তার জানান, আজিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার ‍টাকা জরিমানা করেছে।

আদালত সূত্র জানায়, তারেক স্থানীয় একটি গ্যারেজে কাজ করার পাশাপাশি শিশুদের আরবি পড়াতেন।

২০১২ সালের ১৭ মার্চ রাত সাড়ে নয়টায় হামজারবাগ এলাকায় কলোনির বাসিন্দা এক দম্পতির দুই বছর বয়সী মেয়ে শিশু আজিজের ঘরের সামনে খেলছিল। সে সময় আজিজ শিশুটিকে জোর করে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পরদিন শিশুটির মা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৩ সালের ১৯ জুন আজিজের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।