৩৩তম বিসিএস: উত্তীর্ণ আরো ১৫৭ জনকে নিয়োগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরো ১৫৭ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 12:56 PM
Updated : 20 Oct 2014, 12:56 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে এদের নিয়োগ দেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে পেতে দেরি হওয়ায় এবং ঠিকানা সংশ্লিষ্ট জটিলতার জন্য এদের নিয়োগ স্থগিত ছিল।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১৪০ জন, প্রশাসনে চার জন, পুলিশে তিন জন, কর ক্যাডারে দুই জন, মৎস্য ক্যাডারে দুই জন, গণপূর্তে এক জন, পশু সম্পদে এক জন এবং সাধারণ শিক্ষায় চার জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে।

গত বছরের ২১ নভেম্বর ৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি।