নাটোর দুর্ঘটনা: ৩ সদস্যের তদন্ত কমিটি

নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা খতিয়ে দেখতে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর  নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 12:16 PM
Updated : 20 Oct 2014, 04:09 PM

কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং বিআরটিএ-র সহকারী পরিচালক।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশে নাটোর জেলা প্রশাসনের গঠন করা এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বনপাড়া মহাসড়ক থানার ওসি ফুয়াদ হাসান জানান, সোমবার বেলা সোয়া ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড় এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অন্তত ৩৪ জন নিহত হন, আহত হন আরো ২০-২৫ জন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।