ক্যামব্রিয়ান ছাত্র ‘হত্যার’ বিচার দাবি

ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জাহিদুল ইসলাম রায়হানকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে বিচার দাবি করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 11:09 AM
Updated : 20 Oct 2014, 11:09 AM

এ দাবিতে সোমবার শহরে মানববন্ধন করার পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

সোমবার বেলা ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে খুরুশকুল ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা রায়হান হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে জড়িতদের ফাঁসির দাবি জানান।

তারা এ হত্যার জন্য ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষককে দায়ী করেন।

সমাবেশ লুৎফুর রহমান কাজল, স্থানীয় চেয়ারম্যান আবদুর রহিম, বিএনপি নেতা আবদুল মাবুদ, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, নিহতের বাবা শাকের উল্লাহ, ছাত্র ইউনিয়নের সভাপতি মো. শহিদুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক মো. রুহুল আমিনের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ১৭ অক্টোবর ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জাহিদুল ইসলাম রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। কলেজ কর্তৃপক্ষ এটা আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের দাবি নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা বাবা বাদী হয়ে ঢাকা ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।