ফেনীতে অস্ত্র ও বোমাসহ নারী গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা থেকে বিদেশি পিস্তল, গুলি ও চকলেট বোমাসহ পঞ্চাশোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:54 AM
Updated : 20 Oct 2014, 09:54 AM

গ্রেপ্তার মেহের নেছা (৫২)  উপজেলার চুন্দারপুর গ্রামের আবুল কালামের স্ত্রী।

র‌্যাব-৭ এর সিপিসি-১ ফেনী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, রোববার রাতে চুন্দারপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পিস্তল ও বোমা ছাড়াও দুই রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গোপনে খবর পেয়ে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে রোববার রাতে মেহেরের ছেলে শাহ এমরানকে (৩০)  ধরতে চুন্দারপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের বিশেষ একটি দল।

"র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এমরান। বাড়ির অন্য লোকজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এমরানের মা মেহের নেছা প্লাস্টিকের তৈরি একটি বাজারের ব্যাগ নিয়ে ঘর থেকে বাহিরে যাওয়ার সময় তাকে আটক করে ওই ব্যাগটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা।"

এ সময় ব্যাগে একটি ওয়ান শুটার পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ছুরি ও ১২০টি চকলেট বোমা পাওয়া যায় বলে জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন।

আটক মেহের নেছাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানা তিনি।

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, "আটক মেহের নেছা ও তার ছেলে এমরানকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে। এমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"