ইবোলা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

ইবোলা ভাইরাস প্রতিরোধে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:45 AM
Updated : 20 Oct 2014, 10:33 AM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এছাড়া ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত বৃহস্পতিবার এই রিট আবেদন আদালতে জমা দেন। সোমবার তিনি নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

ফাইল ছবি

আদেশের পরে ইউনুছ আলী বলেন, আদালত অন্তবর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেছে।

এছাড়া ইবোলা ছড়িয়ে পড়া দেশগুলোসহ জাতিসংঘকে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা দেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।