সাংবাদিক আল-আমিন মারা গেছেন

দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের ইংরেজি বিভাগের বার্তা সম্পাদক মো. আল-আমিন মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:44 AM
Updated : 20 Oct 2014, 09:44 AM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, “বুধবার অফিসে যাওয়ার সময় আল-আমিন বুকে ব্যথা অনুভব করেন; একপর্যায়ে তিনি রাস্তায় বসে পড়েন। তখন বিষয়টিকে গুরুত্ব দেননি। আল-আমিন মনে করেছিলেন এটি গ্যাসজনিত সমস্যা। তবে বৃহস্পতিবার আবার ব্যথা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই দিন বিকেলেই এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছিল।”

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

ফুসফুসে পানি জমার কারণে রোববার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল বলেও জানান তৌহিদ ইসলাম মিন্টু।

দ্য রিপোর্টের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের আগে তিনি প্রাইম খবর ডটকমে প্ল্যানিং এডিটর, ডেইলি সানে জয়েন্ট নিউজ এডিটরের দায়িত্ব পালন করেছেন।

এর আগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কাজ করেছেন প্রায় ১৭ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছেন।

এদিকে সোমবার দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর মোহাম্মদপুরের বাবর রোড শাখায় জানাজা শেষে মরদেহ গাইবান্ধার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

দুই সন্তানের জনক আল-আমিন ছিলেন ছয় ভাই-বোনের মধ্যে বড়। তার স্ত্রী ফারজানা আহমেদ কাকন গৃহিণী।