উসকানির মামলায় এম কে আনোয়ার অভিযুক্ত

সাম্প্রদায়িক উসকানির সৃষ্টির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 06:42 AM
Updated : 20 Oct 2014, 08:05 AM

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

আগামী ২৩ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন তিনি।  

গত বছরের ৫ মে পল্টন ও গুলিস্তানে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেওয়া হয়, যাতে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ।

৬ মে এক সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার দাবি করেন, ওই ঘটনা হেফাজতকর্মীরা ঘটায়নি, দোকানে আগুন দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে।

ওই বক্তব্যের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে ৭ মে একটি জিডি করেন পল্টন থানার এসআই আব্দুর রশীদ, তদন্ত শেষে যা মামলায় রূপান্তরিত হয়।

এম কে আনোয়ার (ফাইল ছবি)

সাবেক সাংসদ এম কে আনোয়ার এ মামলায় জামিনে রয়েছেন। শুনানিতেও উপস্থিত ছিলেন তিনি।

অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুইবার মামলা চলে না জানিয়ে বলেন, এটি ফৌজদারি কার্যবিধি ও সংবিধান বিরোধী। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে অভিযোগ গঠনের দাবি জানান।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন হাতেমুল আলম ও নুরুজ্জামান তপন।

হাতেমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি  আগামী ২৩ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন রেখেছেন তিনি।”

একই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের করা একটি মামলাও চলছে। ওই মামলায় এম কে আনোয়ার জামিনে রয়েছেন।