জাল মুদ্রা তৈরির অভিযোগে দম্পতি আটক

ঢাকার কেরানীগঞ্জের এক দম্পতিকে জাল টাকা ও ডলার তৈরির অভিযোগে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 04:06 PM
Updated : 19 Oct 2014, 04:06 PM
তারা হলেন, মো. শাহাদাত হোসেন দুলু (২৫) ও তার স্ত্রী পারভীন আক্তার (২০)।

রোববার ভোরে কেরানীগঞ্জের টেবার গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এই দম্পতি জাল টাকা-ডলার ছাড়াও জাল ভিসা তৈরি করতেন। তারা দীর্ঘ দিন এই অপরাধের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

প্রচুর জাল মুদ্রা ও ভিসা উদ্ধার ছাড়াও  তাদের কাছে জাল মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।