চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

চট্টগ্রামের বাঁশখালীতে শিশু ধর্ষণের মামলায় ১০ বছর পর পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 01:35 PM
Updated : 19 Oct 2014, 01:35 PM

রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাঁশখালীর বৈলগাও এলাকার বাসিন্দা আবদুল হামিদ স্থানীয় পুকুরিয়া চা বাগানের নিরাপত্তাকর্মী ছিলেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জেসমিনা আক্তার জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৩ অগাস্ট বাঁশখালীর বাঘগোনা পাহাড়ে বড় ভাইয়ের জন্য

খাবার নিয়ে যাওয়ার সময় ওই শিশুকে ভয় দেখিয়ে আবদুল হামিদ পাহাড়ে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনা ওই বছরের ২৬ অগাস্ট শিশুটির বড় ভাই বাদি হয়ে মামলা করেন।

মামলায় ২০০৩ সালের ৮ ডিসেম্বর অভিযোগপত্র দেয়ার পর অভিযোগ গঠন করা হয় ২০০৪ সালের ২৫ মে।