চট্টগ্রামে সড়কের ৩০০ দোকান-স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে থাকা প্রায় তিনশ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে মহানগর পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 01:34 PM
Updated : 19 Oct 2014, 01:34 PM

রোববার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর টাইগার পাস মোড় থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু পর্যন্ত সড়কে অভিযান চলে।

অভিযানে নগরীর সিডিএ এভিনিউর টাইগার পাস মোড়, ইস্পাহানি মোড়, ওয়াসা, জিইসি মোড়, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট মোড়, এক কিলোমিটার, কালা মিয়া বাজার ও শাহ আমানত সেতু সংলগ্ন সড়কের চামড়ার গুদাম এলাকায় সড়কের ওপর থাকা সব ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ও একেএম শহীদুর রহমান ছাড়াও অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও হকার নেতারাও উপস্থিত ছিলেন।

শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কের ওপর কোনো ধরনের ভাসমান দোকান ও স্থাপনা করতে দেওয়া হবে না। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“প্রায় তিনশ’ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে আবার কেউ বসে যায় কি না তাও নজরদারিতে রাখা হবে। পর্যায়ক্রমে অন্যান্য মূল সড়কেও এ অভিযান চলবে।“

সড়ক দখলমুক্ত রাখতে গত সপ্তাহে নগরীর দেওয়ানহাট থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত মূল সড়কের ওপর বসা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করে পুলিশ।