রাবি সমাবর্তন: অনলাইন নিবন্ধন সোমবার শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তনের অনলাইন নিবন্ধন সোমবার শুরু হচ্ছে। এবারের সমাবর্তনে শুধু স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 01:25 PM
Updated : 19 Oct 2014, 01:25 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অনলাইন নিবন্ধন ২০ অক্টোবর শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন।

মোবাইল ফোনে অর্থ লেনদেন ব্যবস্থা ‘বিকাশের’ মাধ্যমে সাড়ে তিন হাজার টাকা ফি পরিশোধ করে অনলাইনে নিবন্ধন করা যাবে। এছাড়া সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.ru.ac.bd/con14) থেকে জানা যাবে।

আচার্যের অনুমতি সাপেক্ষে ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত এই পাঁচ বছরে শুধু স্নাতকোত্তর পাশ করা শিক্ষার্থীর সংখ্যাই পনের হাজারের মতো। ওই সময়ে স্নাতক শেষ করা শিক্ষার্থীদের সুযোগ দিলে এই সংখ্যা আরো বেড়ে যাবে। তাই তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।‍‍‍

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন আয়োজন করা হবে বলে তিনি জানান।