বদিকে রিমান্ডে চায় দুদক

সম্পদের তথ্য গোপনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ১০ দিনের হেফাজতে চেয়েছে দুদক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 12:24 PM
Updated : 30 Oct 2014, 04:42 PM

মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম আতাউল হক রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন রেখেছেন। ওই দিন বদিকে আদালতে হাজির করতে বিচারক কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন বলে দুদকের আইনজীবী কবীর হোসাইন জানিয়েছেন।

দুদকের এই মামলায় গত ১১ সেপ্টেম্বর হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান বদি। ওই জামিনের মেয়াদ শেষে ১২ অক্টোবর নতুন করে জামিন নিতে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।।

পরদিন ১৩ অক্টোবর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদির জামিনের আবেদন করা হলে ১৬ অক্টোবর দায়রা আদালত তা নাকচ করে দেয়।

২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক খায়রুল হুদা গত ২১ অগাস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।