শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

শরীয়তপুর সদর উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 11:50 AM
Updated : 19 Oct 2014, 11:50 AM

রোববার উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্বচরসুন্ধি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আবু আলেম খা রুদ্রকর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু আলেমের ভাই ইউনুস মিয়া জানান, জমি নিয়ে চরসুন্ধি গ্রামের মফিজ সরদার ও আলি আকবর বেপারীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আবু আলেম খা অগ্রিম জমায় ২ লাখ টাকা দিয়ে মফিজ সরদারের কাছ থেকে জমি ইজারা নিয়ে ধানসহ বিভিন্ন ফসল করে আসছেন।

তিনি বলেন, শনিবার সকালে ওই জমি থেকে আকবর বেপারী, আলী হোসেন, আজগর, ওসমান, ফরহাদসহ ১৫/২০ জন ধানসহ অন্যান্য ফসল কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে আবু আলেম খা পালং মডেল থানায় একটি অভিযোগ করলে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী ও পালং মডেল থানার এসআই এমারত হোসেন বিষয়টি সমঝোতা করে দেয়ার আশ্বাস দেন।

কিন্তু সকালে আবু আলেম খা মাঠে ধান ক্ষেত দেখতে খেলে প্রতিপক্ষের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারান্তকভাবে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে  শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আবু আলম খা বলেন, “আলি আকবর বেপারী ও তার লোকজন আমার উপর হামলা করেছে।”

পালং মডেল থানার এসআই এমারত হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আকবর বেপারী, ফরহাদ বেপারী ও তাদের লোকজন আবু আলেম খাকে কুপিয়ে মারান্তকভাবে জখম করেছে।