প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামায়াত কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদরে জুম্মার নামাজের পর মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তির অভিযোগে করা মামলায় এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 11:00 AM
Updated : 19 Oct 2014, 11:00 AM

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কালু মিয়া (৫০) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নদাফুলকোচা গ্রামের মৃত হারান আলীর ছেলে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার এজাহারে তাকে জামায়াত কর্মী বলে দাবি করা হয়।

মামলার বরাত দিয়ে ওসি হাবিবুল বলেন, শুক্রবার ছোনগাছা হাট জামে মসজিদে জুম্মার নামাজের পর ইমাম মোনাজাতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন। এ ঘটনায় যুবলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে বিএনপি-জামায়াত সমর্থকরা মসজিদের ভেতর তাদের উপর চড়াও হয়। এরপর মসজিদের বাইরেও তাদের মারধর করে।

এ ঘটনায় সদর থানা যুবলীগের সদস্য শহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।