মাদ্রাসার ছাত্রাবাসে বিস্ফোরণ, ২ ছাত্র দগ্ধ

ফেনীর সোনাগাজী উপজেলায় একটি মাদ্রাসার ছাত্রাবাসে জেনারেটরে পেট্রল ঢালার সময় বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছে। 

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 10:35 AM
Updated : 19 Oct 2014, 10:44 AM
শনিবার রাতে মতিগঞ্জ ইউনিয়নের কদমতলা মদিনাতুল উলুম নুরীয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. ছালেহ।

দগ্ধরা হলেন মো. ইব্রাহিম খলিল (১৭) ও আলতাফ হোসেন (১৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ছাত্রাবাসের অন্যদের বরাত দিয়ে ওসি জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে বিদ্যুৎ চলে গেলে নিজস্ব জেনারেটর চালাতে ছাত্রবাস থেকে দুই শিক্ষার্থী বেরিয়ে মোমবাতি জ্বালিয়ে জেনারেটর কক্ষে যায়।

এদের মধ্যে একজন মোমবাতি হাতে নিয়েই জেনারেটরে পেট্রোল ঢালতে গেলে মোমবাতি থেকে আগুন ধরে তা বিকট শব্দে জেনারেটরটি বিস্ফোরিত হয়। এতে তারা দুজনই গুরুতর দগ্ধ হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত তাদের ফেনী সদর হাসপাতালে নেয়, সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হয়।