মেঘনায় পুলিশ-‘জলদস্যু’ গোলাগুলি, ৩৬ জেলে উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে লুট হওয়া ইলিশ ও নৌকাসহ অপহৃত ৩৬ জেলেকে উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 10:12 AM
Updated : 19 Oct 2014, 10:12 AM
শনিবার বিকাল থেকে রোববার ভোর পর্যন্ত ঠেঙ্গার চরে এ উদ্ধার অভিযান চলাকালে পুলিশের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময় হয় বলে পুলিশ জানিয়েছে।

হাতিয়া থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া ৩৬ জেলেকে জাল, নৌকা ও ইলিশ মাছসহ অপহরণ করে নিয়ে যায় জলদস্যু বাহনী।

খবর পেয়ে ঠেঙ্গার চরে অভিযানে নামে পুলিশ। এ সময় বনের ভেতরে আত্মগোপনে থাকা দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও ২১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

রোববার ভোরে সব অপহৃত জেলেকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত হয়।

তবে অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।