একরাম হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 09:50 AM
Updated : 19 Oct 2014, 09:50 AM

রোববার দুপুরে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আনিস পুকুর পাড় থেকে জসিম উদ্দিন নয়নকে (২৫) গ্রেপ্তার করা হয়।

নয়ন এ মামলার অভিযোগপত্রের সাত নম্বর আসামি। তিনি শহরের কদলগাজি এলাকার আবদুল লতিফ ওরফে মুন্সী মিয়ার ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে শহরের বিরিঞ্চি এলাকার আনিস পুকুর পাড়ের একটি বাড়ি থেকে জসিম উদ্দিন নয়নকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। হত্যার একশ দিন পর ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।