ফেনীতে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

ফেনীতে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহিএক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 07:08 PM
Updated : 18 Oct 2014, 07:08 PM

শনিবার রাতে গ্রেপ্তার এনামুল হক এনাম (৩৫) চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের দাবি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোড এলাকায় থেকে গ্রেপ্তার এনাম ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর এলাকার অজি উল্লাহর ছেলে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে হাজারী রোড এলাকায় অভিযান চালায় পুলিশ।

“ওই সড়কের মাথায় অবস্থিত ফোরলেন প্রকল্প চায়না সিনো হাইড্রো কোম্পানির গ্যারেজের সামনে থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী (সন্ত্রাসী নং-৩৯) এনামকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে।”

এনামের বিরুদ্ধে খুন, হত্যা, ডাকাতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ। এখন অস্ত্র আইনে আরেকটি মামলা হচ্ছে বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানিয়েছেন।