চসিকের রাজস্ব বিভাগে ‘অটোমেশন’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগ অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনা হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 02:20 PM
Updated : 18 Oct 2014, 02:20 PM
শনিবার চসিকের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন চট্টগ্রামের মেয়র মনজুর আলম।    

‘হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম’ নামের একটি সফটওয়্যারের ব্যবহার বিষয়ে চসিকের রাজস্ব কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনজুর আলম বলেন, ঘরে বসেই নাগরিকরা যাতে হোল্ডিং বিষয়ে তথ্য পেতে পারেন সেজন্য এ ব্যবস্থা করা হচ্ছে।

“স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই রাজস্ব বিভাগকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।”

চসিকের রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর এক লাখ ৪৭ হাজার ৫৯২ জন হোল্ডিং নম্বরধারীর তথ্য এই সফটওয়্যারে থাকবে। চসিকের ওয়েবসাইট থেকে নাম, জোন ও হোল্ডিং নম্বর দিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনও নগরবাসী হোল্ডিং বিষয়ে সব তথ্য জানতে পারবেন।

“এই সফটওয়্যারটি ব্যবহার বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে শিগগিরই চসিকের ওয়েবসাইটে সফটওয়্যারটি চালু করা হবে।”

অনুষ্ঠানে মেয়র মনজুর চসিকের রাজস্ব কর্মকর্তা ও কর কর্মকর্তাদের হাতে ল্যাপটপ তুলে দেন।

এ কর্মসূচির আওতায় অবিলম্বে উপ-কর কর্মকর্তা ও কর আদায়কারীদেরও ল্যাপটপ দেওয়া হবে বলে জানান তিনি।

আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক সচিব রশিদ আহমদ।

সফটওয়্যার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন দিক ও অটোমেশন সিস্টেম বিষয়ে বক্তব্য রাখেন এসঅ্যান্ডটি ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক মোহাম্মদ সামী।