হাতিয়ায় দস্যু-পুলিশ গোলাগুলি, ২৬ জেলে উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় জলদস্যুদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 01:50 PM
Updated : 18 Oct 2014, 02:01 PM

শনিবার উপজেলার ঠেঙ্গার চরে অপহৃত জেলেদেরউদ্ধারে গেলে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি আবদুস সামাদ জানান।

তিনি বলেন, বিকাল থেকে চলমান অভিযানে তিনটিট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। এখনো অপহরণকারীদের কবলে থাকা ১০ জনকেউদ্ধারে অভিযান চলছে।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিহেলাল উদ্দিন বলেন, শনিবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া ৩৬ জেলেকে নৌকাসহঅপহরণ করে নিয়ে যায় জলদস্যু বাহিনী। বিষয়টি পুলিশকে জানালে সমিতির নেতাদের সঙ্গেনিয়ে অভিযানে নামে পুলিশ।

ওসি সামাদ বলেন, খবর পেয়ে অপহৃত জেলেদেরউদ্ধারে পুলিশ ঠেঙ্গার চরে অভিযান চালায়। বিকেল ৪টার দিকে বনের ভেতর আত্মগোপনেথাকা দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।

এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি জানিয়েতিনি বলেন,  “এ পর্যন্ত অপহৃতদের মধ্যে ২৬জনকে উদ্ধার করা হয়েছে। দস্যুদের গ্রেপ্তার ও বাকি জেলেদের উদ্ধারের অভিযানঅব্যাহত রয়েছে।”