সিলেটে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

সিলেটে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের পর সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক-শ্রমিকরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 11:23 AM
Updated : 18 Oct 2014, 11:23 AM

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলীতে অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা সভাপতি ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক সেলিম আহমদ ফলিক বলেন, “বাস ভাংচুরের প্রতিবাদেই সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, বেলা আড়াইটার দিকে সিলেট রেজিস্টারি মাঠে অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সমাবেশে যোগ দিতে যাওয়া শ্রমিকদের একটি মিছিল থেকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় কয়েকটি বাসে ভাংচুর চালানো হয়।

এ সময় বাস শ্রমিকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টাব্যাপী  সংঘর্ষের সময় শ্রমিকরা কয়েকটি বাস ও অটোরিকশা ভাংচুর করে। এ সময় অন্তত সাত শ্রমিক আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ কর্মকর্তা জেদান জানান।