মোনাজাতে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা

সিরাজগঞ্জে জুমার নামাজের পর মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং তার প্রতিবাদ করায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগে একটি মসজিদের ইমামসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 07:52 AM
Updated : 18 Oct 2014, 07:52 AM

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের সময় সদর উপজেলার ছোনগাছা হাট জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়েছে।

যুবলীগের সদর উপজেলা কমিটির সদস্য শহীদুল ইসলাম রাতে থানায় এ মামলা করেন, যাতে

আসামি হিসেবে ওই মসজিদের ইমাম দ্বীন মোহাম্মদ ওরফে নাজমুলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাত পরিচয় আরও ১২ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে বলে জানান ওসি হাবিবুল।

মামলায় বলা হয়, “ছোনগাছা হাট জামে মসজিদে জুমার নামাজের পর মোনাজাতে ইমাম দ্বীন মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি ও উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন।

“এ সময় শহীদুলসহ কয়েকজন যুবলীগ কর্মী প্রতিবাদ করায় আসামিরা মসজিদের মধ্যেই তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মসজিদ থেকে বের হয়ে সংঘবদ্ধভাবে আবারও তাদের মারধর করে তারা।”

ওই ঘটনার পর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে ছোনগাছা বাজারে কয়েক দফা মিছিল-সমাবেশ করেন বলে স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন।

মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি হাবিবুল জানিয়েছেন।