রাজৈরে ‘ডাকাতের’ রগ কাটল জনতা

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ‘ডাকাতকে’ পিটিয়ে তার দুই পায়ের রগ কেটে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 07:16 AM
Updated : 18 Oct 2014, 07:16 AM

শুক্রবার ১০টার দিকে বদরপাশা ইউনিয়নের শংকরদিপাড় গ্রামে এ গণপিটুনির শিকার শিপন মাতুব্বরকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি মো. আনোয়ার হোসেন ভূইয়া জানান, শিপনের নামে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলাও আছে। শংকরদিপাড় গ্রামেই তার বাড়ি।

স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা বিক্ষুব্ধ জনতা শিপনকে ধরে ধারালো অস্ত্র দিয়ে পেটায় এবং তার দুই পায়ের রগ কেটে ফেলে, হাতের কব্জিতেও আঘাত পেয়েছেন তিনি।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে ফরিদপুরে পাঠানো হয়।

বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন আকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ধর্ষ ডাকাত শিপন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রাতে তিনি গ্রামে এসেছেন এই খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে পিটিয়ে আহত করে।”