চট্টগ্রামে আগুনে পুড়ল আ. লীগ কার্যালয়, দোকান

বন্দর নগরীর বাকলিয়া ও কাট্টলীতে পৃথক দুটি আগুনের ঘটনায় একটি ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ও ১৫টি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 06:34 AM
Updated : 18 Oct 2014, 06:34 AM

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে নগরীর বাকলিয়া থানার আবু জাফর সড়কে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে।

দমকল বাহিনীর লামা বাজার ইউনিটের একটি গাড়ি নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

আগুনে চারটি দোকান পুড়ে প্রায় আড়াই লাখ ‍টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে রাত সাড়ে ৩টার দিকে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর কালীর হাট এলাকায় আগুনে পুড়ে যায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়।

দমকল বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় পুড়ে গেছে।

“ওই আগুনে পাঁচটি আধাপাকা ও ছয়টি কাঁচা দোকান পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

পৃথক দুটি আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।