বেনাপোলে পাচারকারীসহ ৭ জন আটক

অবৈধ পথে ভারতে পাচারের সময় এক পাঁচারকারীসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 04:08 AM
Updated : 18 Oct 2014, 04:08 AM

শুক্রবার রাতে পুটখালি সীমান্তের আমবাগান এলাকা থেকে অভিযানে ওদের আটক করা হয় বলে খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান জানিয়েছেন।

অভিযানের সময় আব্দুর রশিদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির টহলদল।

আটকরা হচ্ছেন, ঢাকার রমনা থানার মিরোইট্যাক এলাকার রবিন (১৮), বরিশালের বাকেরগঞ্জের বলয়কাঠি গ্রামের পারভেজ আলম (১৮), আগৈলঝরার বড় মাগড়া গ্রামের ববিতা অধিকারী (১৯) ও  ঝালকাঠির কৈথালী গ্রামের শিউলি বেগম (২০)।

অপর এক অভিযানে ভারতে পাচারের সময় কক্সবাজারের বিসিক এলাকার হারুন-অর রশীদের স্ত্রী ফরিদা বেগম (২২) ও তার শিশুপুত্র রবিউল হাসানকে উদ্ধার করা হয়। এই সময় পাচারের অভিযোগে একই জেলার উখিয়া থানার ঠেংখালী গ্রামের আলি আহম্মদের ছেলে আব্দুর রশিদকে আটক করা হয়েছে।

সুবেদার সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়। এ সময় পুটখালির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে জানিয়ে থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান বলেছেন, শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।