অসুস্থ সুরঞ্জিত হাসপাতালে

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 07:00 PM
Updated : 17 Oct 2014, 07:00 PM

বৃহস্পতিবার গভীর রাতে তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তির পর সেখানকার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে তার চিকিৎসক জাহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিমোগ্লোবিন বাড়াতে শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্তকে রক্ত দেওয়া হয়েছে।”  

তিনি জানান, ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ হিমোগ্লোবিনের অভাবে হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন।

অনিয়মিত হৃদস্পন্দনের কারণে চলতি বছর জানুয়ারি মাসেও ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল এই আওয়ামী লীগ নেতাকে।

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনে বাম রাজনীতিতে যুক্ত সুরঞ্জিত মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর রেলমন্ত্রীর দায়িত্ব পেলেও ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি রেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও একজন সদস্য।