চট্টগ্রামে প্রমা’র আয়োজনে ‘লেখক সান্নিধ্যে একবেলা‘

চট্টগ্রামে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে চার লেখকের সান্নিধ্যে সময় কাটিয়েছেন সাহিত্য প্রেমীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 04:24 PM
Updated : 17 Oct 2014, 04:24 PM

শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন লেখক হায়াৎ মামুদ, আলী ইমাম, ওমর কায়সার ও রাশেদ রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেখক হায়াৎ মামুদ বলেন, “চিরন্তন চর্চার মধ্য দিয়ে আমাদের ভাষাকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করে তুলতে হবে। যারা লিখতে চায় তাদের অবিরাম চর্চা করে যেতে হবে। চর্চার কোনো বিকল্প নেই।”

আলী ইমাম বলেন, “আমাদের প্রচুর বই পড়তে হবে, কবিতা পড়তে হবে। আমাদের সুন্দরের স্বপ্ন দেখতে হবে। প্রযুক্তি যেন আমাদের জীবনে অভিশাপ হয়ে না দাঁড়ায়।”

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, “সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে অনুষ্ঠান নির্ভরতা থেকে বেরিয়ে জীবনবোধে শিল্পকে ধারণ করতে হবে।”

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রমা’র শিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস ও মঞ্জুর মুন্না।

শেষপর্বে প্রশ্নো্ত্তরে লেখকরা সমবেতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।