চট্টগ্রামে বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী

চট্টগ্রামের জাদুশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাদুশিল্পী আলী রাজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 04:19 PM
Updated : 17 Oct 2014, 06:25 PM

নগরীর গোয়ালটুলী লেইনের অনিকেত ক্লাবে বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ফেডারেশন ইন্টারন্যাশনাল সোসাইটি অব ম্যাজিশিয়ান (ফিসম) সভাপতি আলী রাজ অনুষ্ঠানে বলেন, “জাদু শিল্পীরা একযোগে কাজ করে চট্টগ্রামের জাদুচর্চাকে শক্তিশালী করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারেন।

“জাদুশিল্পীদের জীবন হচ্ছে দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া, পড়ে গেলেই  তার মৃত্যু। তাই কাজ করার সময় সজাগ থাকতে হবে জাদুশিল্পীদের।”

অনুষ্ঠানে চট্টগ্রামের প্রয়াত জাদুকর আলাউদ্দিন ওরফে কাকুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জাদুশিল্পীদের আরও দক্ষ করতে বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সামনের দিনগুলোতে ওয়ার্কশপ ও ভিডিওশপ মাধ্যমে উন্নতি করার আশা ব্যক্ত করেন আলী রাজ। 

বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম আই চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তপন কুমার মালাকার, অসীম শীল, মাঈনুল।

উপস্থিত ছিলেন জাদুশিল্পী এ কে মাসুদ, আমিনুল ইসলাম, সুমন বাবু, স্টিফেন, সুমন ও  বাবু প্রমুখ।

অনুষ্ঠান শেষে কয়েকজন জাদুশিল্পী জাদু প্রদর্শন করেন।