রাবির ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 01:34 PM
Updated : 17 Oct 2014, 01:34 PM
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক একটি মোবাইল কোর্ট অবস্থান করবে। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিপন্থী যে কোনো কাজ বা অসুদপায় অবলম্বন করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাতে কেউ গোপনে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে না পারে সেজন্য কোনো পরীক্ষার্থী কাপড় দিয়ে কান ঢেকে রাখতে পারবেন না।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্টে তথ্যকেন্দ্র বসানো হবে বলে জানান উপ-উপাচার্য সারওয়ার জাহান।

এবার ভর্তি পরীক্ষায় ৮টি অনুষদের ৫০টি বিভাগে বিভিন্ন কোটাসহ মোট ৪২৭৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৬ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা। এ হিসাবে ১টি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা আগামী ১৯ অক্টোবর শুরু হয়ে ২৫ অক্টোবর পযর্ন্ত চলবে।