আইপিইউর প্রেসিডেন্ট সাবেরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 12:43 PM
Updated : 17 Oct 2014, 12:43 PM
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আইপিইউতে সাবের হোসেন চৌধুরীর এই বিজয়ে বিশ্বব্যাপী নেতৃত্ব দানে বাংলাদেশের সফলতার ক্ষেত্রে আরো একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।

দশম এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের (আসেম) শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে ইতালির মিলানে রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব সফলতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন ‘রোল-মডেল’ হিসাবে বিবেচিত হচ্ছে।

“আমি আশা করি, আমাদের নেতারা, যারা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব করছেন- তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ব্যাপক অর্জনের কথা তুলে ধরে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।”

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউর ১৩১তম সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে তিন বছরের জন্য সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।